সালথা সংবাদ

Friday, 15 July 2016

সালথায় পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্য

মোঃ শফিকুল ইসলামঃ ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে  নিজ বাড়ি থেকে তার  লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলেকজান খাতুন (৭০) উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আয়নাল শিকদারের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরধরে আলেকজান খাতুনের ছেলে জাফর শিকদারের স্ত্রী জয়নাব বেগম লাঠি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। গুরুত আহত আলেকজানকে নিজ বাড়ীতে  চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

No comments:

Post a Comment