মোঃ শফিকুল ইসলাম, সালথাঃ জেলার সালথায় পারিবারিক
দ্বন্দে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রোববার
সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, রামকান্তপুর গ্রামের মরহুম আবুল কালাম মাতুব্বরের ছেলে স্কুল শিক্ষক খায়রুল আলম এনায়েত ও তার সৎভাই হাফেজ জুনায়েত হোসেনের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছে। রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, রামকান্তপুর গ্রামের মরহুম আবুল কালাম মাতুব্বরের ছেলে স্কুল শিক্ষক খায়রুল আলম এনায়েত ও তার সৎভাই হাফেজ জুনায়েত হোসেনের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছে। রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।
joya shoes 067g0dbxyz553 joyaskodanmark,joyaskonorge,joyaskorstockholm,joyacipo,zapatosjoya,joyaschoenen,scarpejoya,chaussuresjoya,joyaschuhewien,joyaschuhedeutschland joya shoes 900m7pxrqq497
ReplyDelete