সালথা সংবাদ

Saturday, 8 October 2016

সালথায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি



সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় ১০ কেজি দরে চাউল বিক্রি করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজারে সরকারিভাবে এ চাউল বিক্রি করেন ইউনিয়ন ডিলার রেজাউল ইন্টার প্রাইজের মালিক মো. আলী আহম্মেদ মোল্যা।  এ সময় উপস্থিত ছিলেন, ফরিদ মোল্যা, ইউপি সদস্য আবুল কালাম ও শহিদুল মিয়া প্রমুখ।


Friday, 15 July 2016

সালথায় পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্য

মোঃ শফিকুল ইসলামঃ ফরিদপুরের সালথায় পারিবারিক বিরোধে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুরে  নিজ বাড়ি থেকে তার  লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আলেকজান খাতুন (৭০) উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত আয়নাল শিকদারের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরধরে আলেকজান খাতুনের ছেলে জাফর শিকদারের স্ত্রী জয়নাব বেগম লাঠি দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। গুরুত আহত আলেকজানকে নিজ বাড়ীতে  চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Thursday, 14 July 2016

সালথায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ বসতবাড়ী ভাংচুর

মোঃ শফিকুল ইসলামঃ ফরিদপুরের সালথা এলাকার আধিপত্যকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত ও ২৫ বসতবাড়ী ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসী সুত্রে জানা গেছে, ভাবুকদিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল মতিন বাদশা ও ইউপি মেম্বার মোঃ মুরাদ মোল্যার মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে দু’পক্ষে এ সংঘর্ষ হয়।এতে উভয় পক্ষের ১৫ জন আহত ও ২৫ বসতবাড়ী ভাংচুর করা হয়। সংঘর্ষে আহত ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত আব্দুর রাজ্জাক মোল্যাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে তথ্য জানতে সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেনের মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

Tuesday, 12 July 2016

সালথায় ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত



মোঃ শফিকুল ইসলাম, সালথাঃ
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডিএম বেলায়েত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা খানম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান, সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন ।

লথা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নের নব নির্বাচিত সাধারণ সদস্য ও মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সদস্যদের শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজ।

সালথায় ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম, সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক সরদার সরাফত আলী। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নইম মোহাম্মাদ আবদুছ ছবুর, জেলা নির্বাহী ম্যাজিট্রেট আসাদ্জ্জুামান ও সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান।
শপথ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন, ভাওয়াল ইউপির ফারুকুজ্জামান ফকির মিয়া, মাঝারদিয়া হাবিবুর রহমান হামিদ, আটঘর শহিদুল ইসলাম খান সোহাগ, সোনাপুর খায়রুজ্জামান বাবু, গট্টি হাবিবুর রহমান লাবলু, রামকান্তুপুর আশরাফুল ইসলাম লিঠু, বল্লভদী নুরুল ইসলাম, যদুনন্দী খায়ের মুন্সী।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন প্রমুখ।

Sunday, 10 July 2016

সালথায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

মোঃ শফিকুল ইসলাম, সালথাঃ জেলার সালথায় পারিবারিক দ্বন্দে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, রামকান্তপুর গ্রামের মরহুম আবুল কালাম মাতুব্বরের ছেলে স্কুল শিক্ষক খায়রুল আলম এনায়েত ও তার সৎভাই হাফেজ জুনায়েত হোসেনের মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিরোধ চলছে। রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ব্যাপারে সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে।